Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকে পুঁজি করে সক্রিয় প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫৩ পিএম

করোনা মহামারীকে পুঁজি করে একটি প্রতারক চক্র রাজধানীতে নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। মালিবাগের মৌচাক মার্কেটের সামনে এক প্রতারক ‘ভাইরাস কার্ড’ নামে একটি কার্ড বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ধরে এক লাখ টাকা জরিমানা করে।
মৌচাক মার্কেটের সামনে টিপু সুলতান (৩৫) নামের ওই প্রতারক ব্যক্তি করোনার সংক্রমণ এড়াতে এক ধরনের ‘ভাইরাস কার্ড’ বিক্রি করছিলেন। তিনি সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন, এটি মালার মতো গলায় পরলে সে এক মাস করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকবে। সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই প্রোডাক্ট টিপু চায়না থেকে ডিএইচএল-এর মাধ্যমে এনেছে বলে জানিয়েছে। এ প্রোডাক্ট অলরেডি হংকং, চায়না, ভিয়েতনাম, আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে এবং আমাদের সরকারের অনুমতি ছাড়া তিনি এটা এনেছেন। এই মালা করোনাভাইরাস প্রতিরোধে কোনো ভ‚মিকা রাখে না। টিপু একটি রিয়েল স্টেট কোম্পানিতে চাকরি করেন। করোনাভাইরাসের সুযোগ নিয়ে তিনি ৪০০ টাকায় কিনে ওই পণ্য ১৭০০ টাকায় বিক্রি করছিলেন।


এ ছাড়া পুরনো ঢাকার বিভিন্ন গলির মুখে, রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাথে বসে বিভিন্নজন নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাবস ইত্যাদি সামগ্রী বিক্রি করছে। এ সিল বা কোনো কোম্পানির লেভেল ছাড়া খালি বোতলের এসব নিম্নমানের হ্যন্ড স্যানিটাইজার বা অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ