পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে দেশে লকডাউনে আটকে পড়া প্রায় চার হাজার প্রবাসীকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চট্টগ্রাম হয়ে ফেরার পর তাদের বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টাইনে নিতে চলছে নানা প্রস্তুতি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১০টি প্রাতিষ্ঠানিক এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে তাদের দুই সপ্তাহ রাখার পর বাড়ি যেতে দেওয়া হবে। এ বিষয়ে গতকাল সোমবার সিটি মেয়র ও করোনা পরিস্থিতি মোকাবেলা কমিটির সভাপতি আ জ ম নাছির উদ্দীনের সাথে বঠক করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা মেয়রকে প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
মেয়র প্রস্তুতি সন্তোষ প্রকাশ করে বলেন, আটকে পড়াদের ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনে রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সেনাবাহিনীকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
করোনা দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনা কর্মকর্তাগণ মেয়রের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান। এসময় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, লে. কর্ণেল শাহাজাত, মেজর মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে বলা হয় আগামী ২২ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটি অবতরণ করতে পারে। বিমানবন্দর থেকে তাদের সেনাবাহিনীর কর্মকর্তারা গ্রহণ করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবেন। নগরীর সাগরিকায় জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম ও আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইন সেন্টারে তাদের রাখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।