Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে মুসলিম সম্প্রদায়ের প্রতি জাভেদ আখতারের অনুরোধ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৭:০০ পিএম

করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে কার্যত লকডাউন। এ পরিস্থিতিতে লোক সমাগম এড়াতে স্বল্প কিছু মানুষ নিয়ে খোলা রয়েছে প্রার্থনা ঘরগুলো। সামনে আসছে রমজান। আর এ রমজানে ঘরের বাইরে গিয়ে নয়, বাড়ির মধ্যে থেকেই সবাই প্রার্থনা করুন বলে অনুরোধ করলেন ভারতীয় অভিনেতা জাভেদ আখতার। তিনি বলেন, ঘরে থেকে প্রার্থনা করুন। রমজান-এর সময়ে ঘরের বাইরে গিয়ে প্রার্থনা করার সময় এটি নয়।

রোববার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি। সেখানে জাভেদ আখতার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করেন, রমজানের সময় ঘরে থেকে প্রার্থনার জন্য়।

পাশাপাশি এও বলেন, এই কঠিন সময়ে যাতে চিকিতসক এবং স্বাস্থ্য কর্মীদের উপর হামলা করা না হয়, তাদের অসম্মান না করা হয়, সে বিষয়ে বার বার আদেবদন করেন জাভেদ আখতার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ