বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মসজিদের মুয়াজ্জিন, খাদেম ও মন্দিরের সেবাইতদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল নয়টা থেকে ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু তার ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী উপহার দেন।
চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু জানান, এই ইউনিয়নে রয়েছে ১১৩টি মসজিদ ও চারটি মন্দির। স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে আজ সোমবার ৩৮টি মসজিদের ৬১জন মুয়াজ্জিন ও খাদেম এবং চারটি মন্দিরের ১৬জন পুরোহিত ও সহকারীদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। বাকীদের পর্যায়ক্রমে দেওয়া হবে।
কেশবপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমদাদুল হক জানান, যে সকল মুয়াজ্জিন ও খাদেমগন আর্থিক ভাবে অসচ্ছল আমাদের মাধ্যমে তাদের তালিকা করে এ খাদ্যসামগ্রী চেয়ারম্যান সাহেব তাদের এ উপহার দিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।