Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার ভেড়ামারায় নির্দেশ অমান্য করায় ৪ জনকে জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৪:০৫ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১১টায় ভেড়ামারা শহরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, আজ ভেড়ামারা শহরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪ দোকান মালিককে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ করায় (২) মতে, একটি ক্রোকারিজকে ১০,০০০ ( দশ হাজার), একটি হার্ডওয়্যারকে ৭,০০০ (সাত হাজার), একটি স্টোরকে ৫,০০০ (পাঁচ হাজার) ও একটি টেলিকমকে ৩,০০০ (তিন হাজার) জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ