বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুর জেলা সংবাদদাতা : জঙ্গি হামলা ও নাশকতা প্রতিরোধে মেহেরপুরের ১২০ কিলোমিটার ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে টহল বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করেছে।
মেহেরপুর সীমান্ত এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এবং দর্শনীয় স্থানের নিরাপত্তাও জোরদার করেছে বিজিবি এবং পুলিশ।
বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমীর মজিদ এবং মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম যৌথভাবে আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মোহাম্মদ আমীর মজিদ জানান, সীমান্তের ১২০ কিলোমিটার এলাকা জুড়ে বিজিবি এবং পুলিশ যৌথভাবে টহল জোরদার ও নিরাপত্তা বৃদ্ধি করেছে।
নাশকতা প্রতিরোধে বিজিবি মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরসহ ওই সীমান্ত অঞ্চল এবং জেলার মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া এসব এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশের নজরদারি।
স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্র আরো জানায়, সীমান্তে জঙ্গি হামলা মোকাবেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত পথে অবস্থিত সিসিটিভি ক্যামেরাগুলো সচল ও সক্রিয় করা হয়েছে। সীমান্ত সড়কের পাশের ঝোপঝাড় গাছপালা কেটে পরিষ্কার করা হচ্ছে। ইতোমধ্যে সীমান্তের যেসব রুট চোরাকারবারিরা ব্যবহার করত সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, জেলায় অবস্থিত বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, ঐতিহাসিক মুজিবনগরসহ সব বিদ্যুৎ কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
লে. কর্নেল মোহাম্মদ আমীর মজিদ আরো জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর, সহড়াতলা, তেঁতুলবাড়িয়া, রং মহল, খাঁসমহল, রাধাগেবিন্দপুর-ধলা, কাথুলি, সদর উপজেলার শোলমারী, রুদ্রনগর, বাজিতপুর, বাঁড়িবাকা, দারিয়াপুর, মুজিবনগর উপজেলার মুজিবনগর, আনন্দবাস, জয়পুর বিজিবি ক্যাম্পগুলোকে আগের তুলনায় বেশি করে সর্তক রাখা হয়েছে।
তিনি আরো জানান, সীমান্ত পথে অবৈধভাবে লোকজন যেন পারাপার না হতে পারে সে লক্ষে ইতোমধ্যে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বেশ কয়েকবার পতাকা বৈঠকও করা হয়েছে।
এসব ক্যাম্পগুলো ছাড়াও সীমান্তবর্তী গ্রামগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে দারিয়াপুর, মুজিবনগর, নাজিরাকোনাসহ বিভিন্ন সীমান্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে ঈমাম, শিক্ষক, জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এসব এলাকা দিয়ে অপরিচিত বা অন্য দেশের কোন লোক যাতে অবৈধভাবে যাতায়াত করতে না পারে সে ব্যাপারেও সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।