বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক পৃথক সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কুশলা ও লখন্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উব্দার করে কোটালীপাড়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কুশলা গ্রামের রমজানআলি (১৯) আবুসালে (১৬) লখন্ডা গ্রামের সুশান্ত ঘড়ামী (৩২) ও মাখন ঘড়ামী (৫৫)
হাসপাতালে আহত কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের এইস এস সি প্রথম বর্ষের ছাত্র রমজান আলি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন করোনা ভাইরাসের কারনে অন্য এলাকা থেকে আলী ফকির নামে এক লোককে আমাদের এলাকায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা করতে নিষেদ করায় তার চাচাতো ভাই সরিফ,মিরাজ,মেকাইল,মানিক,কাইউম ও সহিদ ঘরামী,ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে আমাদেের আহত করে।
অপর দিকে আহত সুশান্ত ঘড়ামি বলেন জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বিরেন ঘড়ামী,সন্তোষ ঘড়ামী,বিপ্র,আকাশ ও নিটু ঘড়ামী হামলা চালিয়ো আমাদের আহত করে। তবে এ ঘটনায় কোন পক্ষই পুলিশে অভিযোগ না করে স্হানীয় ভাবে আপশ মিমাংসা করার চেস্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।