বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকা থেকে ১৩৪ বস্তা সরকারী চাল ও বিএডিসি’র ১৩৫ প্যাকেট পাট বীজ জব্দ করেছে প্রশাসন। সেই সাথে চাল ও পাট বীজ রাখার অপরাধে ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল ৩ টায় পাংশা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভা এলাকার একটি চারতলা ভবনের নীচতলায় গোডাউন থেকে ওই চাল জব্দ করে। আটককৃত আব্দুর রাজ্জাক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরমৌদিপুর এলাকার আব্দুর রউফের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারী চাল ও পাট বীজ জব্দ করা হয়েছে। সেই সাথে গোদামের মালিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।
এ ব্যপারে একটি নিয়মিত মামলার প্রস্তুুতি চলছে। এই চাল চোর চক্রের সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, সরকারী চালের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা হবে। এ ব্যপারে একটি মামলা হবে। তদন্ত সাপেক্ষে দোশীদের ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।