Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নেহাকে নিয়ে মুখ খুললেন আদিত্য!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৬:১৪ পিএম

সম্পর্কটা গড়ে উঠেছিল রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে। কিন্তু বিয়ে হয়নি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের। পুরোটাই ছিল ‘অভিনয়’। বিষয়টি নিয়ে উদিত নারায়ণের পর এবার মুখ খুললো আদিত্যও।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে আদিত্য নারায়ণ জানান, নেহা এবং তিনি একের অপরের ভাল বন্ধু। একের পর এক শো আসবে যাবে কিন্তু তাঁদের বন্ধুত্ব শেষ হবে না। শুধু তাই নয়, বড় পর্দায় যেমন শাহরুখ-কাজলের জুটি দর্শকদের মনের খুব কাছাকাছি, তেমনি গানের জগতে তাঁদের জুটিকে শাহরুখ-কাজলের সঙ্গে তুলনা করেন আদিত্য।

শুধু তাই নয়, নেহা একজন ভাল গায়িকার পাশাপাশি একজন ভাল মনের মানুষও। ক্যামেরার বাইরে কত মানুষকে কত সাহায্য করেন বলিউড গায়িকা, তা খুব কম মানুষ জানেন বলেও জানান আদিত্য।

সবকিছু মিলিয়ে, ভবিষ্যতে নেহার সঙ্গে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনের সম্পর্কও অটুট থাকবে বলে জানান আদিত্য নারায়ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ