Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ সোমবার বিকেল তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার এলাকার তারাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি খড়ের গাদার ভেতর থেকে ৫১৪ বোতল ফেনসিডিল এবং একটি কাঁটাতারের বেড়া কাঁটার কাচি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ ১১ হাজার টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ