Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে দুই মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুর শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দির ও পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

আজ সোমবার সকালে কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের সিঁড়ির ওপর এ চিঠি পাওয়া যায়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত একই ধরনের লেখা একটি চিঠি পান।
কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের পুরোহিত সলিল মুখার্জি জানান, আজ সকালে মন্দিরের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে, ‘কিলিং টার্গেট মিশন এবার পিরোজপুরে অবস্থান করছে। আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। পিরোজপুরের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দুধর্মের নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদের একে একে হত্যা করা হবে। আওয়ামী লীগের এক নেতা ও বিএনপির বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল হবে। পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও মৃত্যু ঠেকাতে পারবে না। এই লেখা কাউকে দেখাবি না।’
পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত রুহিত দাস পাল জানান, তিনি হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পেয়েছেন। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘পিরোজপুর শহরের দুই মন্দিরে পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার খবর পেয়ে পুলিশ মন্দিরে গিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ