বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ অফিস : জালভোট ও নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপনির্বাচনে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামাল, মোটরগাড়ী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবু তাহের খান।
আজ সোমবার দুপুরে পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ভোট বর্জনের ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক অভিযোগ করেন, নৌকার সমর্থকরা ৮৭টি ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোটের মহোৎসব চালিয়েছে।
একই রকম অভিযোগ করেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান।
তিনি বলেন, ‘স্থানীয় ভাঙনামারি ইউনিয়নের ভোলার আলগি ভোটকেন্দ্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুন নূর খোকার নেতৃত্বে ক্যাডাররা আমার এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছামতো সিল মারছেন।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।