বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে লকডাউন দেওয়ায় সরকারী নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এ সময় সরকারের পাশাপাশি চাইনিজ এন্টারপ্রাইজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর উদ্যোগে লিঙ্কাস ও লায়ন্স ক্লাব অব ঢাকা বেইলি গার্ডেন এর সহযোগিতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কর্মহীন, দূস্থ্য-অসহায় পরিবারের মাঝে চাল, তেল, ডাল ,আলু পেয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল রবিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর এলাকায় চাইনিজ এন্টারপ্রাইজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর উদ্যোগে এবং লিঙ্কাস নেটওয়ার্ক টেকনোলজি বাংলাদেশ লিঃ (লিঙ্কাস) ও লায়ন্স ক্লাব অব ঢাকা বেইলি গার্ডেন এর সহযোগিতায় দুলালপুর রফিক চেয়ারম্যানের বাড়ী প্রাঙ্গণে দুইশতাধিক কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয় ।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পাপি, ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান ভূইয়া, আবু কাউসার, আবুল বাশার আবুল, ইউপি সদস্য মাহবুব আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূইয়ার ছেলে মো. আরিফুর হক ভূইয়া। এসময় মো. সেলিম, সাইফুল ইসলাম সহ ওই এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে সহায়তা করুন। নভেল করেনা ভাইরাস একটি মহামারী রোগ। প্রাণঘাতী এ রোগ থেকে মুক্তি পেতে সরকারের দেয়া নিয়মকানুন মেনে চলুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।