Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে কর্মহীনদের বিক্ষোভ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৩:৪৯ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় কর্মহীন ও শ্রমজীবি মানুষ।

রোববার সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সহ¯্রাধিক স্থানীয় নারী-পুরুষ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে অবরোধ করে।
করোনার প্রভাবে শ্রমজীবী মানুষজন কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত কাজ কর্ম না থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার না থাকায় ত্রাণের দাবিতে তারা জয়মনিরহাট বাসষ্ট্যান্ডে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে তারা সেখানেই বসে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখে।
বিক্ষোভকারীদের একজন জোবেদা বেগম ক্ষোভের সাথে জানান, স্বামীর ব্যবসা বন্ধ, ঘরে খাবার নাই,আমরা কেমন আছি চেয়ারম্যান-মেম্বারের তার কোন খোঁজ খবর নেন না। এমন অবস্থায় কারো কাছে টাকাও চাইতে পারছি না, ভিক্ষাও করতে পারি না, আমরা কোথায় যাবো? অপর একজন ক্ষোভের সাথে বলেন, গরীব মানুষদের রেশন কার্ড না দিয়ে যাদের টাকা-পয়সা আছে তাদেরকে রেশন কার্ড দিয়েছে।
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে জয়মনিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান,সরকার ও স্থানীয় প্রশাসনের সুনাম খুন্ন করতে একটি চক্রের ইন্ধনে এ বিক্ষোভ হয়েছে, কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে খোঁজ রাখছেন
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সহকারীর কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী সার্কেল এএসপি শওকত আলী, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ