বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার করোনা সতর্কতায় ঘরবন্দী দরিদ্র দিনমজুর প্রান্তিক কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। রোববার সকাল থেকে তিনি টিকিকাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন ঘরবন্দী মানুষের জন্য ব্যাক্তিগত উদ্যোগে চাল,ডাল,আলু তেল নিয়ে বিপন্ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। টিকিকাটা ইউনিয়নের নিম্ন আয়ের কর্মহীন সাড়ে ছয় হাজার মানুষকে তিনি এ সহায়তা দিচ্ছেন।
এ বিষয়ে টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে নি¤œ আয়ের কর্মহীন অসহায় মানুষের আয় রোজগার বন্ধ। এমন সময় মানুষ হিসেবে তাদের পাশে থেকে সাড় ছয় হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দিচ্ছি। আমার এ খাদ্য সহায়তা অব্যহত রাখব।
এ খাদ্য সহায়তাকে স্বাগত জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস তিনি এ দুর্যোগে সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসার আহ্ববান জানান। এছাড়াও করোনা সংক্রমন মোকাবেলায় তার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।