Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংকে গ্রাহকদের উপচে পড়া ভিড়, সামাজিক দুরত্ব রক্ষার্থে পুলিশ মোতায়েন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৩:১১ পিএম

আজ রোববার গফরগাঁও শাখা অগ্রণী ব্যাংকে স্কুল ,কলেজ ও মাদরাসা গুলোর মার্চের বেতন , বৈশাখী বোনাসসহ বিভিন্ন ধরনের গ্রাহক টাকা উঠানো ও জমা দেয়াসহ হরেক রকম কাজের জন্য শত শত গ্রাহকের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে । গফরগাঁও শাখা অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ মোবারক হোসেন জানান, এ ব্যাংকের আওতাধীন স্কুল ,কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, প্রধানশিক্ষক ,সুপার , শিক্ষক/কর্মচারীসহ বিভিন্ন ধরনের মোট গ্রাহক সংখ্যা ত্রিশ হাজারের উপরে। স্কুল ,কলেজ ও মাদরাসার সংখ্যা ১শত ৫৫টি। আমরা র্সবনাশা করোনা ভাইরাসের মধ্যে দিয়ে জীবনের ঝুকি নিয়ে সীমিত সময়ের মধ্যে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বেতন , বোনাস ও অন্যান্য টাকা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে । প্রতিদিন বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ টাকা আসে গ্রাহকের । ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা মূলক পোষাক ও বিভিন্ন ধরনের উপকরণ দেয়া দরকার । মোঃ হুমায়ন কবির নামে একজন গ্রাহক জানান, করোনা ভাইরাসের মধ্যে দিয়ে জীবনের ঝুকি নিয়ে ব্যাংকে এসেছি টাকা উত্তোলনের জন্য । টাকা না উত্তোলন করলে সংসার চলবে কিভাবে । এ ছাড়াও অনুরুপ ভাবে গফরগাঁও শাখা রুপালী ও সোনালী ব্যাংকে প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয় । এ দিকে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হায়দার চৌধুরী জানান , অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ মোবারক হোসেন আমাদের কাছে মোবাইলে জানান, সামাজিক দুরুত্ব বজার রাখার জন্য কিছু সংখ্যক পুলিশের প্রয়োজন । আামি তাৎক্ষনিক ভাবে ওসিকে নির্দেশ দেই ব্যাংকে কাজের সহযোগিতার জন্য পুলিশ পাঠানো । পরে পুলিশ পাঠানের ফলে করোনা ভাইরাসের জন্য সামাজিক দুরুত্ব বজায় রেখে গফরগাঁও অগ্রণী ব্যাংকের কার্ষক্রম চলে । তা না হলে ব্যাংকের কার্ষক্রম করা যেতো না । সকাল ৭টা হতেই অগ্রণী ব্যাংকের সামনে শত শত পুরুষ ও মহিলাদের প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ