বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে বাউল আস্তানায় হামলা চালিয়ে তিন বাউলকে কুপিয়ে জখম করার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন- জেহের আলীর ছেলে আরিফুল (২২), শাহাজান আলীর ছেলে শাহেদ (৩০) ও নিয়ামত আলীর ছেলে জামাত আলী (৪০)।
এ ঘটনায় রোববার রাতেই অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বাউল শহিদুল ইসলাম।
মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার রাত ১২টার দিকে অজ্ঞাত মুখোশধারীরা আশ্রমে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের আশ্রম ভেঙে গুড়িয়ে দেয়। একই সঙ্গে ঘুমন্ত দুই নারীসহ তিন বাউলকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে দুই নারী বাউলকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, গ্রেফতারকৃত তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।