বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে কৈশরের দুরন্তপনায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্র কিশোর রাকিবের। রাকিব টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল উত্তরপাড়া গ্রামের মো. নবী মিয়ার ছেলে। সে চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, রবিবার বিকেলে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নদীর তীর ঘেসে থাকা গাছে চড়ে নদীর পানিতে লাফিয়ে লাফিয়ে পড়ে গোসল করছিল। একবার লাফ দিয়ে নদীর পানিতে পড়ে আর উপরে উঠেনি রাকিব। বন্ধুরা খোঁজাখুজি করেও খোঁজ করতে না পেরে বাড়িতে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে একশ মিটার ভাটি থেকে রাকিবের লাশ উদ্ধার করে।
এভাবে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কিশোর রাকিবের মৃত্যুতে তার বন্ধুমহল, চাকলেশ্বর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গোড়াইল গ্রামের বাসিন্দা সমাজকর্মী মো. এছাক মিয়া বলেন, এই ঘাটে আমরাও ছোটবেলায় এভাবেই অনেক গোসল করেছি। কিন্তু কৈশরের দুরন্তপনায় এভাবে রাকিবের মৃত্যুতে তিনিসহ এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।