Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনসার্টে দেখা হচ্ছে না

সিএনএন | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

চলতি বছর শুরুর পর থেকেই করোনাভাইরাসের কারণে একের পর এক অনুষ্ঠান বাতিল হয়েছে। এবার বছরের অবশিষ্ট ৮ মাসেও কোনো ধরনের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করছেন না টেইলর সুইফট।
করোনা মহামারী মোকাবিলায় সুইফট এমন সিদ্ধান্ত নিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই বছর তোমাদের সঙ্গে কনসার্টে দেখা হচ্ছে না। এটাই সঠিক সিদ্ধান্ত। সে সঙ্গে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদে থাকার আহŸান জানাই। শিগগিরই মঞ্চে শ্রোতাদের মুখোমুখি হব। কিন্তু এর চেয়ে বর্তমানে কোয়ারেন্টাইনই সবচেয়ে দরকারি। এতে সবার ভালো হবে’।
টুইটে সংযুক্ত একটি বিবৃতি থেকে জানা যায়, আগে থেকে শিডিউল করা টেইলর সুইফটের কনসার্টগুলো ২০২১ সালে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। শ্রোতাদের দেওয়া হবে নতুন টিকিট। এ ছাড়া ১ মে থেকে টিকিটের টাকাও ফেরত নেওয়া যাবে।
বিশ্বব্যাপী করোনার প্রেক্ষিতে আরও কিছু সংগীতশিল্পী তাদের শো বাতিল করেছেন। জাস্টিন বিবার স্থগিত রেখেছেন ‘চেঞ্জেস’ শিরোনামের ট্যুর। নাইল হোরান ও ব্যাড বনি সম্প্রতি শো স্থগিতের ঘোষণা দিয়েছেন। নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে ২০২১ সালে বড় জমায়েত নিষিদ্ধ হওয়ায় কোয়াচেলার মতো বড় সংগীত উৎসব আপাতত হচ্ছে না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইফট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ