Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে সাত দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৮:৫১ পিএম

শনিবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বাজারের তিনটি চায়ের দোকান, দুটি স্টেশনারী ও একটি সেলুনের দোকান খুলে গণজমায়েত সৃষ্টি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার নির্দেশে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাক মনসুর আহম্মেদ ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেন। ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে ওই সাত দোকানে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ