Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে খালে বিষ দিয়ে মাছ নিধন ও মরা মাছ খেয়ে ৫০টির ও বেশী হাঁসের প্রানহানী

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৮:৪২ পিএম

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের একটি খালে বিষ দিয়ে পশ্চিম ফুলহার ও পশ্চিম চাড়াখালি খালে বিষ দিয়ে মাছ নিধন ও অর্ধ শতাধিক গৃহপালিত হাঁস মরে যাওয়ার খবর পাওয়া গেছে। গভীর রাতে নদীতে বিষ দেয়ার ঘটনা ঘটনায় দৃর্বৃত্তরা। ফলে খালের তীরবর্তী বসতবাড়ির পালিত হাঁসগুলো শুক্রবার ও শনিবার হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়--,১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগতরাতে স্থানীয় একটি কুচক্রি মহল উপজেলার পশ্চিম ফুলহার ও পশ্চিম চাড়াখালি গ্রামে খালের পানিতে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যায়। ১৭ এপ্রিল শুক্রবার সকালে খালের পানিতে মরা মাছ ভাসতে দেখে স্থানীয় লোকজন ভেসে ওঠা মাছ ধরে নিয়ে যায় এবং ভেসে ওঠা মাছ নদীর তীরবর্তী বসতবাড়িতে পালিত হাঁসে ভেসে ওঠা মরা মাছ খেলে ৫০ টির ওবেশী হাঁসের প্রানহানীঘটে। । এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও সহায়তা দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেননি। আজ ১৮ এপ্রিল রাত আটটায রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ মুঠো ফোনে জানান- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ