Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৭:২৬ পিএম

মা হারালেন শেরপুর প্রেসক্লাব সভাপতি ইটিভি প্রতিনিধি শরিফুর রহমান। তার মা রেজিয়া বেগম (৯০) ছিলেন শেরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ১৮ এপ্রিল শনিবার সকাল সোয়া ১১টার দিকে শহরের মাধ্যবপুর এলাকার নিজবাড়ীতে তিঁনি ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিঁনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্যজনিত রোগে শয্যাসায়ী ছিলেন। তিঁনি শেরপুরের সর্বজনপ্রিয় ‘প-িত স্যার’ খ্যাত শিক্ষক এবং ইতিহাসবিদ প্রয়াত প-িত ফসিহুর রহমানের সহধর্মিনী ছিলেন। তিঁনি ৫ ছেলে তিন মেয়ে রেখে গেছেন। বিকাল সাড়ে ৫ ঘটিকায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম ওয়ারেছ নাঈম, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা আইনজীবি সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি জিএম বাবুল, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম, শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হানিফ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোখ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ