বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে সরকারী বরাদ্দকৃত জিআর চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহ্ আলম মিয়ার বিরুদ্ধে মানব বন্ধ করেছে এলাকাবাসী ও ইউপি সদস্যরা।
শনিবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিত কর্মহীন নারী-পুরুষসহ ইউপি সদস্যরা অংশ নেয়।
মানব বন্ধনে ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: নুরজাহান বেগম অভিযোগ করেন, ইউনিয়নের দিনমজুর, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দকৃত জিআর চাল সংশ্লিষ্ট কোন ইউপি সদস্যের সাথে সমন্বয় না করে কোন মিটিং ছাড়াই সদস্যগণের নিকট কোন তালিকা না নিয়েই মনগড়া ভাবে বিতরণ করেছেন। এতে করে প্রকৃত মানুষেরা চাল না পেলেও চেয়ারম্যানের মনোনীত পছন্দের ব্যক্তিরা চাল পেয়েছেন। এছাড়া উক্ত ইউনিয়নের ১নং, ২নং, ৩নং, ৫নং ও ৬নং ওয়ার্ডে কোন চাল দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
পরে মানব বন্ধন শেষে চাল বিতরণে অনিয়মসহ চেয়ারম্যান মো: শাহ্ আলম মিয়ার নানা নানা অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যদের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।