বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস আক্রমন আতংকে গৃহবন্দি অসহায় মানুষদের সবজি বিতরনে সাড়া জাগিয়েছে সিলেট মহানগর যুবলীগ। শনিবার সকাল ১০টায় নগরীর আম্বরখানা পয়েন্টে অসহায় মানুষের মধ্যে এসব সবজি তুলে দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এসময় যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, করোনার কারনে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে এ কার্যক্রম চলমান থাকবে আমাদের। এই কাজে সহায়তা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা ফাইয়াজ খান সলিট, এমদাদ হোসেন ইমু, মো. আফজল হোসেন, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, সাকারিয়া হোসেন শাকির, আমিনুল ইসলাম আমিন,আকিল আহমদ, অনুজ তালুকদার, মাহবুবুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।