বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর লোহালিয়ার বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন জেলা পুলিশ কর্তৃপক্ষ। আজ জেলার সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এ সময়একাধিক পরিবারের মাঝে চাল,ডাল আলু, পেঁয়াজ ভোজ্য তেল প্রভৃতি বিতরন করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশের এ্যাডিশনাল এসপি সদর সার্কেল মোহাম্মদ মুকিব হাসান খান,এ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শেখ বিল্লাহ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শদ, সদর ফাড়ীর পরিদর্শক দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে এসপি মইনুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে বেদে পল্লীর সরদার বাদল হোসেন তার কাছে ফোন করে তাদের পল্লীর লোকজনের অসহায়ত্বের কথা বলেন। তাই নিজস্ব উদ্যোগে আজ শনিবার শেষ দুপুরে বেদে পল্লীর একাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। এছাড়াও ত্রান বিতরনকালে বেদেপল্লীর শিশু ইমাম আব্দুল কারিকে আর্থিক সাহায্য প্রদান করেন এসপি। এর আগে থেকে ফোন কলে দুস্থ:দের মাঝে খাদ্য বিতরন কর্মসুচি গ্রহন করা হয়েছে। যা এখনও চলমান আছে জানান পুলিশ সুপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।