Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনায়ও পঁচা গোশত বিক্রি জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৪:১৯ পিএম

করোনারভাইরাসের বিস্তারের মধ্যও থেমে নেই ভেজালের কারবার। নগরীর হিলভিউ আবাসিক এলাকায় পঁচা গরুর গোশত
বিক্রয় করছে দোকানি এমন অভিযোগ পেয়ে অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে অভিযানে গিয়ে এর সত্যতা পাওয়ায় ওই দোকানিকে জরিমানা করা হয় । একইসাথে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় কঠোর হুঁশিয়ারিও দেয়া হয়েছে ওই দোকানিকে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মাহফুজা জেরিন বলেন, নগরীর বায়েজিদের হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডে
এক দোকানি গরুর পচা গোশত বিক্রি করছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় ও সরকারি নির্দেশ অমান্য করায় হুঁশিয়ারি করা হয় বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ