Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের আরটিভি সাংবাদিক শিপলু জামানের ব্যতিক্রমী উদ্যোগ ডিম সবজি বিতরনে খুশী রিকসা ভ্যান চালক অসহায় মানুষ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৩:৩৮ পিএম

ঝিনাইদহ কালীগঞ্জে আরটিভি জেলা প্রতিনিধি শিপলু জামান নিজেই কর্মহীন মানুষের মাঝে বিতরণ করলেন ডিম সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।শুধুমাত্র চাল ডাল তেলই নয়, একবার চাল ডাল তেল, পিয়াজ ,সাবান। আরেক বার ডিম সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজেই হাজির হচ্ছেন পথচারী , দিনমজুর অসহায় মানুষের বাড়ী বাড়ী। ডিম সবজি সহ নানা ধরনের তরকারি নিজে বহন করে নাগরিক সেবায় নিয়োজিত রয়েছেন সাংবাদিক শিপলু জামান । এ খাদ্য সামগ্রী পেয়ে খুশী রিকসা ভ্যান চালক ও অসহায় মানুষেরা । গেল রাতের দিকে কালীগঞ্জ পৌর এলাকার মেইনবাসষ্ঠান, নিমতলাষ্ঠান, নলডাংগা রোড, হাসপাতাল সড়ক রিকশা ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পরে ফোন পেয়ে কাশিপুর, ইশ^রবা, ফয়লাদাসপাড়া, চাপালী, শ্রীরামপুর দেড় শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে ডিম সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন । এ সময় ৭১ টিভি কালীগঞ্জ প্রতিনিধি মিশন আলী, দৈনিক আমার সংবাদ শাহআলম, মেহেরপুর চোখ প্রতিনিধি তানজির রহমান তকি উপস্তিত ছিলেন । এর আগে মাকস , হাতমোজা,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বাড়িতে বাড়িতে জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন ও শতাধিক পরিবারের খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এছাড়া নিজ উদ্যেগে পৌর এলাকায় জিবানুনাশক স্প্রে ও সচেতনমূলক লিফলেট বিতরন করেন।
শিপলু জামান বলেন, আমি আমার দায়িত্ববোধ থেকে মানুষের পাশে আছি। আমি চাই আমাকে দেখে সামাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসুক ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ