Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনি পৌর মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৩:২৯ পিএম

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ এনে আজ(শনিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কিছু পৌর কাউন্সিলরদের নিয়ে রাজনীতিতে তার প্রতিপক্ষ একটি চক্র এসব করছে বলে দাবী করেন পৌর মেয়র এনায়েত হোসেন। কয়েকজন কাউন্সিলরদের অবগত না করে কালকিনি পৌরসভার সাড়ে ৬মেট্রিকটন চাল মেয়র বিতরন করেছে বলে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে কিছু পৌর কাউন্সিলর। আর অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর আজহারুল ইসলাম আজ(শনিবার) সকালে তার তদন্ত করেন। আর তদন্ত শেষ হলে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ তোলেন পৌর মেয়র এনায়েত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ