Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ২:২৮ পিএম

করোনা পরিস্থিতিতে পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রী তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এর আগে গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্দিকে অন্ধকার ও হতাশা। করোনা দুযোর্গের নানামুখী প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে হয়। এমতাবস্থায় এ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সুসমন্বিত ও সুবিবেচিত কর্মপরিকল্পনা, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরে প্রণোদনা ও ঋণ প্যাকেজ বণ্টন ইত্যাদি বিষয়ে সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব আমরা করছি।

মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে কাদের বলেন, টাস্কফোর্স গঠনের নামে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। এটা (টাস্কফোর্স গঠনের কথা) তার রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। সেজন্য দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান ওবায়দুল কাদের



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৮ এপ্রিল, ২০২০, ১১:০৩ পিএম says : 0
    আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, খুবই সত্য কথা বলেছেন। মন্ত্রী বিএনপি দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগিরের প্রতি প্রশ্ন রেখে বলেন, মহাসচিব টাস্কফোর্স গঠনের নামে কি বোঝাতে চেয়েছেন..... এটা মন্ত্রীর নিকট পরিষ্কার নয় কাজেই তিনি (মন্ত্রী) বিএনপির মহাসচিবকে তাঁর প্রোপাগান্ডা না করার অনুরোধ জানিয়েছেন। আমি আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহেবকে তাঁর বক্তব্যের জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনেকরি এখন রাজনীতি না করে সকল দলের নেতাদের উচিৎ যার যা কিছু আছে সেটা নিয়েই জনগণের কাছে যাওয়া এবং তাদের দুঃখে সাথী হওয়া। এটাই এখন একমাত্র রাজনীতি হওয়া উচিৎ সকল দলের রাজনৈতিক নেতাদের। আল্লাহ্‌ আমাকে সহ বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরকে তাদের প্রকৃত দায়িত্ব জানার ও বুঝার ক্ষমতা দিন সাথে সাথে দায়িত্ব পালনের যোগ্যতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ