Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো কঠোর হচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৪০ এএম

করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে পুলিশ আরো কঠোর হচ্ছে। আজ থেকে তাদের কঠোর ভুমিকায় দেখা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়।

বৈঠকে আজ থেকে ঢাকা মহানগরে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত হয়।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৮ এপ্রিল, ২০২০, ১১:০২ পিএম says : 0
    কি কঠোরতা পুলিশ নিবে? পুলিশ বা সরকারের লোকজন কঠোর হতেগেলেই অপশক্তিরা মানবতাকে সামনে টেনে এনে সরকারের বারোটা বাজিয়ে দিয়েছিল আবারো দিবে। পুলিশদের প্রতি আমার অনুরোধ আগে দেশে অবস্থানরত এসব অপশক্তিকে ধরুন এবং ব্যবস্থা নিন দেখবেন দেশ শান্ত হয়েগেছে। যতদিন বাংলাদেশে অপশক্তিরা থাকবে ততদিন দেশের মঙ্গল করা একটা কঠিন কাজ হিসাবে পরিগণিত হবে। আমি দেখেছি এই করোনাভাইরাসকে প্রতিহত করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও প্রশাসনের লোকজন প্রথমেই মাঠে নেমে যেভাবে উদ্যোগ নিয়েছিল এবং সেখানে সাজাও দেয়া হচ্ছিল কিন্তু সেটাকে মানবিকতার বিষয় এনে পানি ঘোলা করার জন্যে লেখাপড়া জানা অশিক্ষিত বাঙালিদেরকে এই অপশক্তিরা ক্ষেপিয়ে তুলে সরকারকে নাজেহাল করে আজ সারা দেশে করোনাকে সংক্রামিত করেছে। এটাই অপশক্তির একটা প্রচেষ্টা সরকারকে নিচ দেখানো এবং ক্ষমতা চুত্যু করার জন্যে। কাজেই পুলিশ বার বার যতই বলুক না কেন কঠিন হচ্ছি, পুলিশের পক্ষে কঠিন হবার সুযোগ চলে গেছে। সেনা বাহিনী নামিয়ে যখন বাঙালীদেরকে ঘরে ধরে রাখতে পারেননি সরকার তখন পুলিশ কি করবে এটাই ভাববার বিষয় নয় কি?? আমি মনেকরি এটাই সময় অপশক্তিকে নীরবে ধরুন এবং তাদেরকে আইনের মাধ্যমে পথে আনুন দেখবেন সমাজ সংশোধন হয়ে গেছে। নয়ত যে তিমিরে আছি সেই তিমিরেই রয়েযাব এটাই সত্য। আল্লাহ্‌ আমাকে সহ সকল বাঙালীদেরকে আইন মেনে পকৃত শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ