পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনায় হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের ৫টি বেসরকারি হাসপাতালে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পিপিই বিতরণ অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, করোনা আক্রান্ত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। ডাক্তার নার্সদের খাবারের ব্যবস্থা নেই।
তিনি বলেন, বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের চিকিৎসকগগণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দিতে পারেনি। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, ডা. কামরুন নাহার দস্তগীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।