Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৮:০৯ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি বাংলাদেশও। দেশে দিনদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৬৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জন হয়েছে। আর মোট ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হলো। এর মধ্যে রাজধানী ঢাকায় ৬০৮ জন এবং ঢাকা জেলায় ২৮ জন করোনায় আক্রান্ত রয়েছে। ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী নারায়ণগঞ্জ জেলায়। এছাড়া নতুন করে গাজীপুর জেলা করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে রাজশাহী জেলায় আরও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সরকারের রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
ঢাকা সিটিতে ৬০৮ জন এবং ঢাকা বিভাগের ঢাকা জেলায় ২৮ জন, গাজীপুরে ৯৮ জন, মাদারীপুরে ২৩ জন, নরসিংদীতে ৬৪ জন, মুন্সীগঞ্জে ২৬ জন, মানিকগঞ্জে ৫ জন, রাজবাড়ীতে ৭ জন, গোপালগঞ্জে ১৭ জন, টাঙ্গাইলে ৯ জন, কিশোরগঞ্জে ৩৩ জন ও শরীয়তপুরে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩৬ জন, কুমিল্লায় ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, চাঁদপুরে ৭ জন, কক্সবাজারে ১ জন, লক্ষ্ণীপুরে ১ জন এবং নোয়াখালীতে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগের সিলেট জেলায় ৩ জন, মৌলভীবাজারে ২ জন, হবিগঞ্জে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় ৩ জন, গাইবান্ধায় ১২ জন, নীলফামারীতে ৬ জন, লালমনিরহাটে ২ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, কুড়িগ্রামে ২ জন এবং দিনাজপুরে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগের খুলনা জেলায় ১ জন, নড়াইলে ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুরে ১২ জন, শেরপুরে ৫ জন এবং নেত্রকোনায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১২ জন, বরগুনায় ৪ জন, ঝালকাঠিতে ৩ জন, পটুয়াখালীতে ২ জন, জিরোজপুরে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ