Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ছুটির মধ্যে কৃষি কর্মকর্তারা কৃষকদের সেবা দিচ্ছেন

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৭:৪৩ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিদিনের মতো আজ শুক্রবারেও কৃষি বিভাগ গিয়েছিল কৃষকের দোরগোড়ায়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম নেতৃত্বে করোনা আতঙ্কের মাঝে কৃষি সেবা পৌঁছে দিয়েছেন রিশিকুল ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান, রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম টুলু, ইউনিয়নের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান, নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও এই ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ। কৃষি কর্মকর্তারা বলেন, কৃষি সেবা ফেরি করে আগামীকালও পৌঁছে দেয়া হবে কৃষকের দ্বারে... করোনা মহামারীকালীন ও পরবর্তী সময়ে দেশের খাদ্য নিরাপত্তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রত্যেকটি সৈনিক কৃষকের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মনে রাখবে হবে - কৃষি বাঁচলে দেশের ভবিষ্যৎ থাকবে৷ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের সরকারি প্রণোদনা কার্যক্রমের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অব্যাহত ভাবে চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্য বিধি মেনে চলুন



 

Show all comments
  • টুটুল ১৮ এপ্রিল, ২০২০, ৭:৪৪ পিএম says : 0
    এই সমস্তসে এই সমস্ত প্রান্তিক কৃষকদের কাছে পৌছায় না।যারা করে তারা পাই না। বিতারন করাই শেষ। বিতারন করা বিজ সার আবাদ করা হচ্ছে কি না খোঁজনেওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • টুটুল ১৮ এপ্রিল, ২০২০, ৭:৪৮ পিএম says : 0
    এই সমস্তসে এই সমস্ত প্রান্তিক কৃষকদের কাছে পৌছায় না।যারা করে যারা প্রাকৃত কৃষক তারা পাই না। বিতারন করাই শেষ। বিতারন করা বিজ সার আবাদ করা হচ্ছে কি না খোঁজ নেওয়া দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ