বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাবারের কষ্টে আছেন চট্টগ্রামের বিআইটিআইডিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
খাবার পরিবেশনে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। প্রায় প্রতিদিনই হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এমন পরিস্থিতির সম্মুখিন হতে হয় বলে জানা গেছে।
এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিআইটিআইডিতে দায়িত্ব পালনরত এক স্বাস্থ্যকর্মী।
চট্টগ্রামে এখন পর্যন্ত দুটি হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি জেনারেল হাসপাতাল, অন্যটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।
নগরীর জেনারেল হাসপাতালে কর্মরতরা কিছু সুযোগ সুবিধা পেলেও বিআইটিআইডিতে সেবা দানকারীদের জন্য কোনো সুবিধা নেই বললেই চলে।
এনিয়ে বিআইটিআইডি’তে সেবা দানকারী কয়েক জন স্বাস্থ্যকর্মী বলেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে টানা ৭দিন হাসপাতালে থাকতে হচ্ছে। কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে নিজ খরচে খাওয়া-দাওয়া করার কথা বলে। কিন্তু হাসপাতালের বাইরে যাওয়া নিষেধ।
পরে অবশ্য হাসপাতালের ডাইনিংয়ে নিজ খরচে রান্নার অনুমতি দেয় কর্তৃপক্ষ। তাও আবার দুপুর আর রাতের খাবার। কিন্তু সারা রাত ডিউটি করার পর সকালে তারা কি খাবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলছে না । খাওয়ার সাথে থাকা আর বিশ্রাম নিয়েও বিড়ম্বনায় তারা।
এদিকে গতকাল বিআইটিআইডি হাসপাতালের স্বাস্থ্যকর্মী তানজিমা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার এবং মাস্ক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, ‘সারারাত ক্ষুধার্ত অবস্থায় কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন কিছু খেয়ে বিশ্রামে যাওয়ার কথা সেই সময় যদি শুনতে পাই যে- নাস্তা নেই, দিতে পারবে না, বাজেট নেই। নিজের খাবার নিজেকে জোগাড় করতে হবে।’
‘আইসোলেশনে থেকে কি এখন আমরা খাবারের জন্য বাইরে ঘুরবো? আজকে এ পেশায় এসে কি খুব অপরাধ করে ফেলেছি?
এসব অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষের কেউ কোন কথা বলতে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।