Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায়দের জন্য খাবার পাঠাচ্ছেন অমিতাভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৭:২৮ পিএম

করোনা প্রাদুর্ভাবে ভারতজুড়ে চলছে লকডাউন। ১ কোটি ৩০ লাখ মানুষ গৃহবন্দি। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। আর এসব মানুষের যাতে খাওয়া দাওয়ার অভাব না হয় তাই তারকারা সাহায্যের হাত বাড়িয়েছেন। অভিনেতা অমিতাভ বচ্চন ১ লক্ষ শ্রমিকের পরিবারের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার থেকেই সেই মতো কাজ শুরু হলো।

মুম্বইয়ের দরিদ্র বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হলো ২০০০ খাবারের প্যাকেট। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের দুপুরের ও রাতের খাবারের জন্য এই প্যাকেটগুলি পাঠানো হয়েছে বলে নিজেই জানান বিগবি।

তিনি তার ব্লগে লিখছেন, প্রতিদিন মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ২০০০ টি করে খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে লাঞ্চ ও ডিনারের জন্য। আর সারা মাসের জন্য ৩০০০ টি বস্তা খাবারের ব্যাবস্থা করা হয়েছে যা ১২০০০ মানুষের অন্ন সংস্থান করবে।

অমিতাভ বচ্চন লিখছেন, যখন বিভিন্ন বসতি এলাকায় খাবারের প্যাকেট পৌঁছে যাচ্ছে, তখন মানুষ গাড়ির সামনে এসে ভিড় করছেন। কারণ তারা প্রায় ৩-৪দিন না খেয়ে রয়েছেন। প্রায় পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এতে সামাজিক দূরত্বও বজায় থাকছে না। এতে স্বাভাবিক ভাবেই পুলিশ বাধা দেবে। তাই আমার অনুরোধ, সকলে দূরত্ব বজায় রেখে খাবার সংগ্রহ করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ