বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সায়েদুর রহমান কর্মহীন দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে শতাধিক কর্মহীন ছিন্নমুল মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।তার দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১কিজি ডাল, হাফ লিটার তেল ও ৫শ গ্রাম চিনি ।
এসময় সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপপরিদর্শক আফতাব উদ্দিন, মো. আবুল বাশার মোল্লাসহ থানার অফিসারগণ উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর দেয়া খাদ্য সামগ্রী মির্জাপুরের ছিন্নমুল কর্মহীন ১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়া থানায় আসা সেবাপ্রার্থীদের জীবাণু মুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রে করা হচেছ বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।