Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সহায়তা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:১১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাজশাহী জেলার উদ্যোগে শুক্রবার বাগমারা উপজেলার দুইটি ইউনিয়নে ৪০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ বাগমারার সকাল ৯ টায় বাসুপাড়া চিকাবাড়ী মোড়ে অবস্থিত স্থানীয় একটি মাদ্রাসায় ২০০ পরিবারকে এবং পরবর্তীতে বেলা ১২ টায় কাচারী কোয়ালিপাড়ার মোহনপুর গ্রামের একটি মাদ্রাসার মাঠে আরো ২০০ টি হতদরিদ্রের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জিল্লুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদের যুদ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদেক মনিরুজ্জামান মনির,ছাত্রনেতা অর্নব,মাহফুয প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালীন সময় ওয়ালিউজ্জামান পরাগ সকলের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম পৌঁছে দেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন,সাথে সাথে ঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার সৃষ্ঠাচার মেনে চলে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন এবং অতীব প্রয়োজনে বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য উৎসাহিত করেন।
এখানে উল্লেখ্য ওয়ালিউজ্জামান পরাগের নেতৃত্বে বিগত ২৫ মার্চ হতে আজ পর্যন্ত মধ্যবিত্ত্ব ও নিম্ন মধ্য বিত্ত্ব ব্যক্তিদের মধ্যে যারা লাইনে দাড়িয়ে সহায়তা নিতে চান না তাদের একটি লিস্ট করে গোপনে তাদের বাসায় খাদ্য সহায়তা প্রদান করে আসছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদল। যতদিন করোনার কারনে লক ডাউন পরিস্থিতি চলমান থাকবে জেলা স্বেচ্ছাসেবকদল ততোদিন তাদের সাধ্য মতো এই খাদ্য সহায়তা অব্যাহত রাখবেন বলে জানান এই স্বেচ্ছাসেবক নেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ