Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে কনার পাঁচ গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

বাবা মা’কে সেবা করার এমন সুযোগ এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা’র জীবনে কোনদিনই আসেনি। কারণ করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী টানা জীবনের মুখোমুখি কখনোই কেউ হয়নি, হননি কনাও। গেলো ২০ মার্চ থেকে কনা রাজধানীর খিলগাঁওতে বাবা মো: দৌলত উল্যাহ ও মা লুৎফুন্নাহারকে সঙ্গে নিয়ে নিজেদের বাসায় নিরাপদে সময় কাটাচ্ছেন কনা। গতকাল দুপুরে যখন তথ্য নেয়ার জন্য কনাকে বেশ কয়েকবার ফোন করা হয়, তখন তিনি তার মাকে লেবুর সরবত তৈরী করে দেওয়া নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি সবজি কাটা নিয়ে ব্যস্ত ছিলেন। এমন করেই আরো নানান ধরনের কাজ করে বাবা মায়ের সেবা করে যাচ্ছেন কনা। ঘরের সবধরনের কাজই তিনি বেশ আগ্রহ নিয়েই বিগত ২৫দিন যাবত করে যাচ্ছেন, তাতে তার কোনই ক্লান্তি নেই, জানালেন কনা। কনা জানান কাপড় ধুয়া, ঘর মুছা, টুকটাক রান্না করা’সহ যাবতীয় কাজ তিনি আগ্রহ নিয়ে করছেন। আবার নিয়মিত নামাজও পড়ছেন। পেশাগতভাবে সঙ্গীত জীবন নিয়ে ব্যস্ত হবার পর এই জীবনে এতো দীর্ঘ অবসর সময় মিলেনি কনার জীবনে। তাই বাবা মায়ের সঙ্গে নিভৃতে সময়টাও উপভোগ করার চেষ্টা করছেন তিনি। তবে কনা জানান এই দীর্ঘ পঁচিশ দিনে তিনি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমবেত’ভাবে পাঁচটি গানও গেয়েছেন তিনি ঘরে বসেই। গানগুলো লিখেছেন কবির বকুল, আসিফ ইকবাল, শাওন’সহ আরো দু’জন। গানগুলোর সুর সঙ্গীত করেছেন অদিত, নিধি, সন্ধি, পাভেল। দিলশাদ নাহার কনা জানান টকেনোলজির সর্বোচ্চটুকু ব্যবহার করেই তিনি গান গাইছেন, সময় পার করছেন। এদিকে আজ পহেলা বৈশাখ উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭ থেকে ৮টা পর্যন্ত একটি রেডিওতে সরাসরি অংশগ্রহন করবেন তিনি। তবে কনা জানান বাসায় বসেই তিনি সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। এদিকে আগামীকাল ১৫ এপ্রিল কনার জন্মদিন। এবারের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই। ঘরে বসেই সময় কাটবে কনার। কনা বলেন,‘ সত্যি বলতে কী চারিপাশে আসলে কোন সুখ নেই। তাই নিজের জন্মদিন নিয়েও তেমন কোন ভাবনা নেই। শুধূ একটি কথাই বলতে চাই, পৃথিবী খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হোক, আমরা যেন নতুন পৃথিবীতে নতুন করে বাঁচতে পারি। সবাই নিজের ঘরেই থাকুন, নিরাপদে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখুন, অন্যকেও নিরাপদে রাখুন। আর সবার জন্য দোয়া রইলো যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন। আমাদের জন্যও দোয়া করবেন।’



 

Show all comments
  • Rupa ১৭ এপ্রিল, ২০২০, ১২:৪৬ এএম says : 0
    এসব গান বাজনা বন্ধ করে তাওবা করো, পাপ থেকে সরে দারাও। আল্লাহ যদি মাফ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ