Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসে দুইবার প্রসব, তিন সন্তানের জন্ম

মামাস ল্যাটিনাস : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

যশোরে একটি সন্তান প্রসবের ২৬ দিন পর আরও দুটি সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মা ও শিশুরা সুস্থ আছে। দুটি জরায়ুর কারণে এটা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শিশুদের মা আরিফা সুলতানা ইতি জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী।
সুমন জানিয়েছেন, গত ২৫ ফেব্রæয়ারি তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার একটি অপরিণত ছেলেসন্তানের জন্ম হয়। তবে চিকিৎসায় সে সুস্থ হয়। এর ২৬ দিন পর ইতি অসুস্থ হলে ২২ মার্চ তাকে যশোরের আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারে তার একটি ছেলে ও মেয়েশিশুর জন্ম হয়।
আদ-দ্বীন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান শিলা পোদ্দার সিএনএনকে বলেন, ‘এখানে আনার পর আলট্রাসনোগ্রাফিতে দেখতে পাই তার জরায়ু দুইটা। আগে একটা জরায়ু থেকে একটি শিশুর জন্ম হয়েছে। আমাদের এখানে দ্বিতীয় জরায়ু থেকে দুটি সন্তানের জন্ম হয়েছে।’ তিনি বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। আমি এই প্রথম এ ধরনের কেস দেখলাম। এর আগে আমি এমন ঘটনা দেখিনি এবং শুনিওনি।’

 



 

Show all comments
  • সাকা চৌধুরী ১৭ এপ্রিল, ২০২০, ১:২৯ এএম says : 0
    এটা গত বছরের ফেব্রুয়ারির নিউজ। এত পুরনো নিউজ চালাই দিলেন ।
    Total Reply(0) Reply
  • রাকিবউদ্দিন ১৭ এপ্রিল, ২০২০, ১:২৯ এএম says : 0
    সর্বশক্তিমান আল্লাহ তায়ালা যেমনটা চেয়েছেন। সুবহানাল্লাহ
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ১৭ এপ্রিল, ২০২০, ১:৩০ এএম says : 0
    সবই আল্লাহ তায়ালার ইচ্ছা। মা ও সন্তানদের সুস্থতা কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ