Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় ৫ বাজারের সকল প্রকার দোকান ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৮:২৯ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এবং ৩৫ জন করোনায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে উপজেলার ৫ টি বাজারের সকল প্রকার দোকান ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।
১৬ এপ্রিল বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ ইসমাত আরা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী কাপাসিয়া সদরের কাপাসিয়া বাজার, দস্যু নারায়নপুর বাজার, ত্রিমোহনী বাজার, আড়াল বাজার ও বীর উজুলী বাজারের সকল প্রকার দোকান ও সাপ্তাহিক হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শুধুমাত্র ঔষধের দোকান সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।
তাছাড়া পাড়া, মহল্লায়, রাস্তার মোড়ে ও পাশের সকল প্রকার মুদি দোকান ও চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়। আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ