Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের পরিবর্তে ঘরে ঘরে তারাবি পড়ুন -ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৪:৪৮ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মহামারীর ছোবল থেকে রক্ষার জন্য আসন্ন মাহে রমজানে মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবির নাজাম আদায় করতে হবে। এ ব্যাপারে কোনো হের ফের করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দেশবাসিকে মাহে রমজানে মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবির নামাজ আদায় করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা সকলের জন্যই জরুরি। দেশের ৬৪টি জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিদের মাধ্যমে মসজিদের পরিবর্তে ঘরে ঘরে তারাবি পড়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার ইনকিলাবের সাথে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সউদী আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মসজিদগুলোতে তারাবির নামাজ স্থগিত করা হয়েছে। এই মহামারীর ছোবল থেকে সুরক্ষার জন্য আগামী রমজানে গোটা বিশ্বেই নিজ নিজ বাসা-বাড়িতে তারাবির নামাজ আদায় করা হবে। তিনি বলেন, চলমান মহামারীর ছোবল থেকে দেশের জনগণের সুরক্ষায় মসজিদের পরিবর্তে ঘরে ঘরে তারাবি নামাজ আদায় করলে মহান আল্লাহপাক তা’অব্যশই কবুল করবেন। তিনি বলেন, ঘরে বসেই তারাবির নামাজ আদায় করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে হেফাজতের লক্ষ্যে মহান আল্লাহর দরবারে বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করতে হবে। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ মহান আল্লাহপাক বাংলাদেশসহ গোটা বিশ্ববাসিকে এই মহামারী সংক্রমণ থেকে মুক্তি দিবেন। শেখ মো. আব্দুল্লাহ বলেন, যেহেতু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, জনগণের সুরক্ষার কথা চিন্তা করেই আসন্ন রমজান মাসে তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে ঘরে তারাবির নামাজ পড়ার প্রধানমন্ত্রীর আহবানকে যথাযথভাবে বাস্তাবয়নের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ বলেছেন, ‘আপনারা দেখেছেন, সউদী আরবে নামায, জামাত বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবি নামাজ সেখানে হবে না, সবাই ঘরে পড়বে। প্রধানমন্ত্রী বলেন, ‘অযথা মসজিদে গিয়ে কেউ সংক্রমিত হলে সে আরেকজনকে সংক্রমিত করবে। আপনারা নিজেরাও অন্যকে করবেন। সেটা কিন্তু করবেন না দয়া করে। এ বিষয়টা সবাই মেনে চলবেন সেটাই আমরা চাই।

 

 



 

Show all comments
  • ফয়সাল ১৬ এপ্রিল, ২০২০, ৭:৪১ পিএম says : 0
    সৌদি,জর্ডানসহ মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্র জামাত,তারাবি,জুমাসহ সকল জমায়েত নিষদ্ধ করলেও বাংলাদেশের কিছু অতি উৎসাহি আলেম এ ব্যাপারে খুব বেশি বাড়বাড়িই করছে,যা সরকার রাষ্ট্র ও রাষ্ট্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনেরই নামান্তর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ