বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে ত্রান এবং খোলা বাজারে বিক্রীর ১০ টাকা কেজীর চাল আত্মসাতের ঘটনায় সরকার কঠোর অববস্থান গ্রহন করছে। ইতোমধ্যে বরিশালের মেহেদিগঞ্জের আন্দারমানিক ইউপি চেয়ারম্যান কাজি শহিদুল ইসলাম ও বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইইপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ারর ইকরিতে সরকারী চাল আত্মসাদের ঘটনা তদন্ত শুরু করেছে দুদক। অপরদিকে বরিশালের র্যাব-৮ বাবুগঞ্জ এলাকায় কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম ভিজিডি চাল ওজনে কম দিয়ে আতœসাৎ করার ঘটনায় তার বাড়ীতে মধ্যরাতে অভিযান চালিয়ে ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে। কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে চেয়ারম্যান নূরে আলম বেপারীর তিন তলা ভবনের নিচতলায় একটি কক্ষ থেকে সরকারী বরাদ্ধকৃত ঐসব চাল উদ্ধার করা হয় বলে র্যাব-৮ জানিয়েছে।
সরকারী নীতিমালার আওতায় ভিজিডি’র ৪০ কেজি করে চাল বরাদ্ধ থাকলেও চেয়ারম্যান প্রত্যেককে ১০ কেজি করে কম দিয়ে অবশিষ্ট চাল আত্মসাত করে মজুদকরে। এ ঘটনার সাথে জড়িত রয়েছে চেয়ারম্যানের দুই ভাই মোঃ শাহে আলম ও মোঃ সামছুল আলম। এছাড়া ডিলার মোঃ সেন্টু খাঁ।
র্যাব জানিয়েছে, চেয়ারম্যান সহ অভিযুক্ত চারজনই পলাতক । উদ্ধারকৃত চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৬নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জাকির হোসেন ও ৮নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ রোকনুজ্জামানকে বাবুগঞ্জের ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একমাস করে বিনাশ্রম কারদন্ড প্রদান করেছে বলে জানা গেছে। চেয়ারম্যান সহ অপর আসামীদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।