Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১:১৯ পিএম

নাটোরের লালপুর উপজেলার ২১৫জন ক্ষুদ্র ও প্রান্তিক ধান চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ -১ মৌসুমে আউশ প্রনোদনার আওতায় ২ পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
আউশ মৌসুমে প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন।
এসময় লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মামুর রশিদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ