Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকে জঙ্গলে ফেলে আসা অমানবিক, কেন এ ধরনের ঘটনা ঘটবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৭ পিএম

করোনা ভাইরাস নিয়ে অমানবিকতার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ের একটু সর্দি-কাশি-জ্বও দেখে জঙ্গলে ফেলে আসা। এর চেয়ে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এ ধরনে ঘটনা বাংলাদেশে ঘটবে। বাংলার মানুষতে এ ধরনের আচারণ করে না। এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারও যদি সন্দেহ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশ জ্বর হলো দেখে, ছেলে, ছেলে বউ, ছেলে- মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে! ‘এর চেয়ে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এ ধরনের ঘটনা ঘটবে। এ রকম আরও বহু কাহিনী আমরা শুনি!’
প্রধানমন্ত্রী বলেন, কীভাবে একটা মানুষকে বের কওে দেয়! একজন ডাক্তার অসুস্থ হলেন, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে! এ ধরনের ঘটনা কেন ঘটবে বাংল১৫]১৪-ৎত১ড়্রাদেশে? বাংলাদেশের মানুষ তো এ রকম অমানবিক হওয়ার কথা না। এ বিষয়গুলো আমি সবার দৃষ্টিতে আনতে চাই।
করোনা নিয়ে অমানবিক না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারও যদি সন্দেহ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান। নিজেরাও সুরক্ষিত হন। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে মেনে চলুন।



 

Show all comments
  • Nadim ahmed ১৬ এপ্রিল, ২০২০, ১২:৩৫ পিএম says : 0
    Dear PM, this solitary example may not give us the whole picture but this gives us an impression that we lost a lot about family velue. And, as a nation we are not going forward, we are, instead, loosing the track.
    Total Reply(0) Reply
  • Asraf khan ১৬ এপ্রিল, ২০২০, ১২:৫৫ পিএম says : 0
    ওরা তো অমানুষ না ওরা জানোয়ারের চাইতে ও খারাপ
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৬ এপ্রিল, ২০২০, ৯:৫৫ পিএম says : 0
    আল্লাহ্‌ বলেছেন “আমাকে ও পিতা মাতাকে মান্য কর, শ্রদ্ধা কর... তবে আমার সাথে সরিক করিও না” এর মানে হচ্ছে আমরা আল্লাহ্‌কে যেভাবে মান্য করি সেইভাবেই পিতা মাতাকে মান্য করতে হবে এটাই আল্লাহ্‌ বলেছেন। আমাদের দেশ মুসলিম দেশ কাজেই এখানে আল্লাহ্‌কে আমান্য করার কোন সুযোগ নেই। আমাদের প্রধানমন্ত্রী মুসলমান তিনিও ওনার পিতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে নিজের জীবন উৎসর্গ করেছেন। ওনার প্রতিটি কাজকেই তিনি ফলাও করে পিতার কাজ হিসাবে প্রচার করছেন এতে আল্লাহ্‌ শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনার পিতা শেখ মুজিবর রহমানের (জাতীর জনক বঙ্গবন্ধু) উপর আল্লাহ্‌ রহমত বর্ষিত করেছেন। এখন আমরা জননেত্রী শেখ হাসিনার নিকট আশা করবো তিনি নিজে যেমন পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল তেমনই ওনার নিয়ন্ত্রিত জনগণও যাতে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হয় তাঁর ব্যবস্থা গ্রহণ করা। এখানে নেত্রী হাসিনা যদি শুধু মাত্র উক্তি করেই ক্ষান্ত হয়ে যান তাহলে চলবে না। তিনি এখন বাংলাদেশের সরকার প্রধান মানে বাংলাদেশে শেখ হাসিনা আল্লাহ্‌র প্রতিনিধিত্ব করছেন এটাই ইসলামে বলে; কাজেই ওনাকেই সব কিছুর দায় দায়ত্ব নিতে হবে এতে কোন ভুল নেই। এখানে মাতাকে করোনাভাইরাসের লক্ষন দেখা দেয়ায় জংলে ফেলে এসেছে এটা মাতার প্রতি সঠিক ব্যবহার করা হয়নি। কাজেই এই কাজটা যারা করেছেন তাদেরকে প্রধানমন্ত্রী চিনেছেন, তাই এখন উনি যদি এর উপর করনীয় পদক্ষেপ (প্রতিকার) গ্রহণ না করেন তাহলে উনাকেই আল্লাহ্‌র দরবারে কৈফিয়ত করতে হবে এটাই সত্য। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে আমাদের নিজ নিজ দায় দায়িত্ব বুঝার এবং সেইভাবে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ