Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারীর মধ্যেই দুঃশাসন জারি রেখেছে সরকার: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৩ পিএম | আপডেট : ৭:৫৮ পিএম, ১৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংকটের মধ্যেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দু:শাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে দু:স্থ ও কর্মহীন গরিব মানুষের মাঝে তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন সহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেয়া তো দূরে থাক বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্যমত সাধারণ গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেয়া হয়েছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেই দু:শাসন জারি রেখেছে। এটাই কি জনগণের পাশে দাঁড়ানো? তবে বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, অথচ মেলান্দহ উপজেলার এক আওয়ামী লীগের নেতার বাড়িতে ৫০০ বস্তা চাল পাওয়া গেছে। আর অনেক নেতার বাড়িতে ত্রাণের আত্মসাতের চাল ধরা পড়ছে প্রতিনিয়ত। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আজকে গোটা দেশে বিপর্যয়ের মুখেও আওয়ামী লীগের লুটপাট থামছেনা। তাহলে এসব কী সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা! এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা মামলা অব্যাহত রেখেছে অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

রিজভী বলেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বাব পিপিই দিতে পারছেনা। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেল গুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছেনা সরকার। আজকে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে ডাঃ মঈন উদ্দিন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন।



 

Show all comments
  • *হতদরিদ্র দিনমজুর কহে* ১৬ এপ্রিল, ২০২০, ১২:২৬ পিএম says : 0
    এখন বিদ্বেসী রাজনীতি নয় সঠিক পরামের্শ আর ত্রান নিয়ে এগিয়ে আসুন।কান খুলে শুনুন অনাহারীর হাহুতাস রুগ্নের ফরিয়াদ।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ পিএম says : 0
    বিএনপির এই নেতা (রেজভী) প্রকৃতই একজন ভারসাম্যহীন হিসাবে নিজেকে বার বার জনগণের কাছে তুলে ধরছেন। একজন রাজনীতিবিদ সাধারণত জনগণ যাতে তাঁকে কোনভাবেই ভারসাম্যহীন ভাবতে না পারে সেদিকে কঠিন ভাবে নজর রেখেই তারা তাদের বক্তব্য দিয়ে থাকেন। রাজনীতিবিদদের বিশেষ করে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের উপর দলের রাজনীতি নির্ভর করে। তাই প্রকৃত নেতারা খুবই সতর্কতার সাথেই তাদের বক্তব্য রেখে থাকেন যাতে দলের কোন ক্ষতি না হয়। কিন্তু আমি যখনই বিএনপির এই নেতার বক্তব্য শুনি সেখানে কোন রকম সতর্কতার লেশ মাত্র দেখতে পাইনা। এতেই বুঝা যায় জনগণ কি ভাবছে সেটা অবশ্য রেজভী সাহেবের দেখার বিষয় নয় তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে দলের মালিক ম্যাডাম (সাজ প্রাপ্ত আসামী বর্তমানে শর্ত স্বাপেক্ষে জামিনে আছেন খালেদা জিয়া) ও রাজপুত্র তারেককে (লন্ডনে পালাতক সাজা প্রাপ্ত আসামী) খুশী করার জন্যেই বক্তব্য দিয়ে থাকেন। আল্লাহ্‌ আমাদের দেশের জনগণকে এধরনের বিশ্ব বেহায়া নেতাদের হাত থেকে রক্ষা করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ