Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাবির নামাজ ঘরে বসে পড়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১০:৩৮ এএম

আসন্ন রমজান মাসে তারাবির নামাজ ঘরে বসে আদায় করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সউদী আরবেও মসজিদে জমায়েতের বিষয়ে নিষেধাজ্ঞা আছে। সেখানে রমজানের তরাবির নামাজ মসজিদে না পড়ার বিষয়ে বলা হয়েছে। আমাদের এখানেও সামনে রমজান মাসে ঘরে বসে তরাবি পড়ার জন্য অনুরোধ করছি।
আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের নয়টি জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই অনুরোধ করেন। প্রধানমন্ত্রী আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন।
এসব জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আজ পর্যায়ক্রমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।



 

Show all comments
  • Sabbir Alam ১৬ এপ্রিল, ২০২০, ১১:০৩ এএম says : 0
    সৌদি আরব তারাবির নামাজ বাড়িতে বাড়িতে আদায় করতে বলেছে বলে,বাংলার মুসল্লিদের ও বাড়িতে তারাবির নামাজ আদায় করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু সৌদি আরবে চুরি করলে হাত কাটে দেয়া হয়, এ নিয়মটার কথা প্রধানমন্ত্রী বললেন না কেনো আমার বুঝে আসেনা ।
    Total Reply(0) Reply
  • *হতদরিদ্র দিনমজুর কহে* ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫২ এএম says : 0
    হে আল্লাহ তোমার ঘর মসজিদ থেকে আমরা নিজ গৃহে নামাজ আদায় করছি সামনে পবিত্র রমজান মাস।কোরআন নাজিলের মাস।এই মাসে তারাবি নামাজও তোমার ঘরে পড়া যাবেনা।তুমি এই মহামারী তূলে নিয়ে যাও আমরা যেন তোমার ঘরে নামাজ আদায় করতে পারি।আমিন আমিন ছুম্মা আমিন।।।
    Total Reply(0) Reply
  • Abu sufian ১৬ এপ্রিল, ২০২০, ৭:৩৪ পিএম says : 0
    আমার এলাকায় এক স্থানীয় বাজারে দেখলাম সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘন্টায় হাজার মানুষের সমাগম, যারা বিভিন্ন এলাকা থেকে আসে , এসব থেকে কি করোনা ছড়ায় না ? কিন্তু মসজিদে রমজানের তারাবিহ নামাজে ৫০, ৬০,অথবা ৭০ কখনো ৩০-৪০ মুসল্লিদের নিয়ে যদি সূরা তারাবীহ পড়া হয় মোট ১ঘন্টা সময় লাগে। কিন্তু আমার এটা বুঝে আসেনা যে, ৪ ঘন্টা হাজার হাজার মানুষের সমাগমে কোন ভাইরাস ছড়ায় না, মসজিদে ১ ঘন্টায় এত ভাইরাস সংক্রমণের আশঙ্কা কেন ?? ইয়া আল্লাহ !! মানুষের মনের ভাইরাস দূর করে দাও.. আমীন!!
    Total Reply(0) Reply
  • Abu sufian ১৬ এপ্রিল, ২০২০, ৮:২৭ পিএম says : 0
    আমার এলাকায় এক স্থানীয় বাজারে দেখলাম সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘন্টায় হাজার মানুষের সমাগম, যারা বিভিন্ন এলাকা থেকে আসে , এসব থেকে কি করোনা ছড়ায় না ? কিন্তু মসজিদে রমজানের তারাবিহ নামাজে ৫০, ৬০,অথবা ৭০ কখনো ৩০-৪০ মুসল্লিদের নিয়ে যদি সূরা তারাবীহ পড়া হয় মোট ১ঘন্টা সময় লাগে। কিন্তু আমার এটা বুঝে আসেনা যে, ৪ ঘন্টা হাজার হাজার মানুষের সমাগমে কোন ভাইরাস ছড়ায় না, মসজিদে ১ ঘন্টায় এত ভাইরাস সংক্রমণের আশঙ্কা কেন ?? ইয়া আল্লাহ !! মানুষের মনের ভাইরাস দূর করে দাও.. আমীন!!
    Total Reply(0) Reply
  • Faruk dhali ১৭ এপ্রিল, ২০২০, ৬:০৮ এএম says : 0
    আমরা ঘরে বসেই নামাজ আদায় করবো, মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘরে যে খাবার নেই, আমার শিশু বাচ্চার দুধ নেই, বাসা ভাড়া দিতে পারছি না, এর বিহিত কি হবে, আমরা সাধারণ মানুষ না খেয়ে মরবো, করোনার ভয়ে আমরা ঘর বন্দী, না খেয়ে যখন মরতে হবে, তখন তো আমার জন্য দুই সমান, আসলে আমরা সাধারণ মানুষ পরেছি ঈমানি পরীক্ষায়, যদি আমার রিযিকের মালিক আল্লাহ্, তবে আমার রোক শোক, হায়াত মৌয়ত এর মালিক ও আমার আল্লাহ্, আমি যেখানেই থাকিনা কেন, কপালের লিখা খন্ডানো যাবেনা, ডাঃ মঈন কিন্তু মসজিদে যেয়ে করোনায় আক্রান্ত হয়নি, আল্লাহ্ আমাদের সবাই কে বুঝবার তৌফিক দিন
    Total Reply(0) Reply
  • Faruk dhali ১৭ এপ্রিল, ২০২০, ৬:০৮ এএম says : 0
    আমরা ঘরে বসেই নামাজ আদায় করবো, মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘরে যে খাবার নেই, আমার শিশু বাচ্চার দুধ নেই, বাসা ভাড়া দিতে পারছি না, এর বিহিত কি হবে, আমরা সাধারণ মানুষ না খেয়ে মরবো, করোনার ভয়ে আমরা ঘর বন্দী, না খেয়ে যখন মরতে হবে, তখন তো আমার জন্য দুই সমান, আসলে আমরা সাধারণ মানুষ পরেছি ঈমানি পরীক্ষায়, যদি আমার রিযিকের মালিক আল্লাহ্, তবে আমার রোক শোক, হায়াত মৌয়ত এর মালিক ও আমার আল্লাহ্, আমি যেখানেই থাকিনা কেন, কপালের লিখা খন্ডানো যাবেনা, ডাঃ মঈন কিন্তু মসজিদে যেয়ে করোনায় আক্রান্ত হয়নি, আল্লাহ্ আমাদের সবাই কে বুঝবার তৌফিক দিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ