পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে নতুন করে আরো পাঁচজনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। বুধবার রাত সোয়া ১০টায় চট্টগ্রামের সিভিল সারজন ডা. সেখ ফজলে রাব্বি দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনকফকশাস ডিজিজেজ-বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ছয়জনের সংক্রমণ পাওয়া যায়। ২৪ ঘণ্টায় ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের পাঁচজনের নমুনায় সংক্রমণ পাওয়া যায়।
তাদের মধ্যে দামপাড়ায় দুই জন, নিমতলা, আনোয়ারা ও পটিয়ায় এক জন করে আক্রান্ত হয়েছন। নিমতলায় আক্রান্ত ব্যক্তি আগেই মারা গেছেন।
এ পর্যন্ত চট্টগ্রামে এক শিশু, এক বৃদ্ধ ও এক মহিলাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল বিআইটিআইডিতে চিকিৎসা দেয়া হচ্ছে।
নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের রাতেই হাসপাতালে নেয়ার প্রক্রিয়ার শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। একই সাথে নতুন আক্রান্তদের বাড়িঘর লকডাউন করা হচ্ছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন রোগী পাওয়া গেছে। দুই জন নোয়াখালীর ও দুই জনের বাড়ি লক্ষীপুর জেলায়।
ইতোমধ্যে মহানগরী এবং জেলার সাত শতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন করা হয়েছে সাতকানিয়া উপজেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।