রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে একটি মার্কেটের তালাবদ্ধ দোকান ঘরের ভিতর থেকে পাদুকা তৈরীর এক কারীগরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের মজিদপুর রোডে আব্দুল আজিজ সুপার মার্কেটের একটি টিনসেড দোকানের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ প্রামানিক (২২)। রাজবাড়ী জেলার সদর থানার বেদনডাঙ্গা গ্রামের মাইন উদ্দিন প্রামানিকের ছেলে। সে মজিদপুর নামা মসজিদের পাড় এলাকায় জিন্নাত আলী শেখের বাড়িতে ভাড়া থেকে পাদুকা তৈরীর কাজ করতো। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন জানান, রোববার দুপুরে আব্দুল আজিজ সুপার মার্কেটে তার দোকানের শাটার বন্ধ দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। পরে পাশের কলার দোকানদার ইদ্রিস আলী বন্ধ শাটার নীচ দিয়ে উঁকি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে মাসুদ প্রামানিকের ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে হত্যার পর লাশটি ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে দোকানে তালা লাগিয়ে পালিয়ে গেছে। এদিকে এঘটনার পর থেকে ওই মার্কেটের মালিক আব্দুল আজিজ গা ঢাকা দেয়ায় ঘটনাটি নিয়ে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।