Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা সংকটে এগিয়ে আসলেন সংগীত শিল্পীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৯:১৯ পিএম

অতীতেও দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন এই দেশের সংগীত শিল্পীরা। গান গেয়ে, সুর তুলে বা বাদ্যে বাজনা বাজিয়ে যেমন অবদান রেখেছেন, তেমনি স্বেচ্ছাসেবক হিসেবেও ছিলেন প্রথম সারিতে। আর এবারও তার ব্যতিক্রম নয়। শহরের মানুষের খাবারের চাহিদা নিশ্চিত করতে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এর কর্মীরা। আর তাদের এই সংগ্রামে এবার পাশে এসে দাঁড়িয়েছেন সংগীত শিল্পীরা।

স¤প্রতি স্বপ্নের চলমান সংগ্রামে যুক্ত হয়েছেন গিটারিস্ট নবীন। এই শিল্পী জানান, ১৬ বছর ধরে গিটারিস্ট হিসেবে কাজ করছি। সংগীত জগতের অনেকের সঙ্গে কাজ করা হয়েছে আমার। স্বপ্নকে ধন্যবাদ জানাতে চাই, তারা সকলের জন্য কাজ করে যাচ্ছে। ৬ দিন আগে মালিবাগ শাখায় স্বপ্নের সঙ্গে কাজ শুরু করেছি আমি। স্বপ্নের মাধ্যমে দেশের মানুষকে সেবা দিতে পারাটাই লক্ষ্য থাকবে।

স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির শিল্পীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমি নিজে একজন সংগীত শিল্পী। আমি মনে করি শিল্পীদের মধ্যে একটি আত্মার সম্পূরক আছে। এই দু:সময়ে মিউজিশিয়ানদের সব ধরনের শো বন্ধ রয়েছে। তাই আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর সময় এখনই। অনেকটা ভালোবাসা থেকেই স্বপ্নের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন মিউজিশিয়ান। এমন একটি সময় স্বপ্নের পাশে থাকার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ