Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কর্মহীন মানুষের ঘরেঘরে জেলা যুবদল সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:১৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষের ঘরেঘরে জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।তিনি দক্ষিন কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের কর্মহীন ১২’শ পরিবারের ঘরেঘরে এসব বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি ৫ কেজি চাল,১কেজি আটা, ২কজি আলু, ১কেজি ডাল,১কেজি পিঁয়াজ,১ কেজি তেল ও ১ কেজি লবন। এসময় প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা তার সাথে ছিলেন। এব্যাপারে ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল জানান,করোনাভাইরাসের কারনে দেশের সবকিছুই এখন বন্ধ রয়েছে। রাজধানী ঢাকাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নেও চলছে লকডাউন। এতে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে তারা মানবেতর জীবন যাপন করছে। তাই তারা এসব অসহায় কর্মহীন মানুষকে ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দলের অন্যান্য বিত্তবান নেতা-কর্মীদেরও এসব অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি আহবাহন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য বিতরন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ